Thu. Oct 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
13বশ্বের শীর্ষ জঙ্গি সংগঠন আইএসকে কড়া হুশিয়ারি দিয়েছে আরেক শীর্ষ জঙ্গি সংগঠন আল কায়েদা। ৯/১১ হামলার বর্ষপূর্তির প্রাক্কালে আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি এক অডিও বার্তায় আইএস-এর ব্যাপক সমালোচনা করেন।

আইএস-এর প্রধান আবু বকর আল-বাগদাদি নিজেকে মুসলিম বিশ্বের খলিফা ঘোষণা করায় তার বিরুদ্ধে ‘বিদ্রোহে’র অভিযোগ তুলেন তিনি। এ খবর দিয়েছে বৃটেনের মিরর।

মিশরীয় বংশোদ্ভূত আল-জাওয়াহিরি ওই অডিও বার্তায় বলেন, আমরা আবু বকর আল বাগদাদি ও তার ভাইদের দ্বারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা যতটা সম্ভব কম পাল্টা জবাব দেয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন তারা আমাদের জন্য আর কোনো বিকল্প রাখেনি। গত বছর এক বিরল ভাষণে নিজেকে মুসলিম বিশ্বের খলিফা ঘোষণা করেন আল-বাগদাদি। তিনি সব মুসলিমদের তাকে মান্য করার আহবানও জানান।

জাওয়াহিরি বলেন, আল-বাগদাদি নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করায় ‘সবাই’ খুবই অবাক হয়েছিল। কেননা, তিনি ‘মুসলিমদের সঙ্গে কোনো আলোচনা’ করেননি। এক নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন, এ পদক্ষেপ দুই জঙ্গি সংগঠনকে ¯পষ্টতই বিভক্ত করে দেবে। আইএস-এর বিরুদ্ধে আগে সরাসরি কোনো মন্তব্য করতো না আল কায়দা। কিন্তু এখন খোদ সংগঠনটির প্রধান সরাসরি যেহেতু কথা বলছেন, তাতেই বোঝা যায় বিরোধটা কোথায় গিয়ে পৌঁছেছে।