খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমের জায়ান্ট খ্যাত ফেইসবুকের সদর দফতর সফর করবেন। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মেনলো পার্কের টাউনহলে প্রশ্নোত্তরের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রোববার ভারতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে ব্যবসা সংক্রান্ত বৈঠকে এমন ঘোষণা দেন ফেইস বুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বৈঠক শেষে জাকারবার্গ তার ফেইসবুকের পোস্টে লিখেন, এ মাসের পরের মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেইস বুকের সদর দফতরের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। মোদিকে ফেইসবুকের সফরে আমন্ত্রণ জানিয়ে আমি খুবই আনন্দিত। গত বছর আমার সুযোগ হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার। ওই সময় মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল ফেইসবুকের সদর দফতরের অতিথি করার। ভারতের প্রধানমন্ত্রী মোদি সিলিকন ভ্যালির মাউন্টেইন ভিউতে প্রযুক্তির জায়ান্ট খ্যাত গুগলের নিজস্ব ভবন গুগলপ্লেক্স ও সিলিকন ভ্যালির ফ্রিমন্টের টিসলার কারখানাও পরিদর্শন করবেন। এছাড়া মোদি পাওলো আতলোর স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার বিষয়টিও চূড়ান্ত হয়েছে। মার্কিন বাজারে ভারতের নাগরিকদের অবদানের চিত্রও তুলে ধরবেন মোদি। মার্ক জাকারবার্গ তার ফেইস বুকের পোস্টে আরো লিখেন, ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় আমি ও মোদি একত্রে কথা বলবো। সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। মোদি ও ফেইসবুকের প্রতিষ্ঠা জাকারবার্গের এই অনুষ্ঠানটির ভিডিও তার ফেইসবুকের পেজে আপলোড করবেন বলেও জাকারবার্গ লিখেন। সকল ফেইসবুক ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের প্রশ্নের আহ্বান করেন জাকারবার্গ। যথাসম্ভব প্রশ্নের উত্তর দেওয়া হবে বলে জাকারবার্গ তার ফেইস বুকের পেজে লিখেন।