Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
98 ঈদ-উল আযহা উপলক্ষে প্রতি কেজি ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে খোলা বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজ বিক্রি শুরু করবে সংস্থাটি। টিসিবি’র জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানান। পেঁয়াজ ছাড়াও সারা দেশে দেশি চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হবে বলেও জানিয়েছে টিসিবি। ঢাকায় ভোক্তা পর্যায়ে দেশি চিনি প্রতি কেজি ৩৭ টাকা ও সয়াবিন তেল বিক্রি হবে ৮৯ টাকা লিটারে। একজন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ ও ১০ লিটার তেল কিনতে পারবেন। সারা দেশে ১৭৩টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে টিসিবি। এর মধ্যে ঢাকায় ২৪টি, চট্টগ্রামে ১০টি ও অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং বাকি জেলা সদরে ২টি করে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে। ঢাকায় প্রেসক্লাব, সচিবালয় গেট, কাপ্তানবাজার, মতিঝিল শাপলা চত্ত্বর, দৈনিক বাংলা মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, রামপুরা বাজারে টিসিবির পণ্য পাওয়া যাবে। আগারগাঁও/শেওড়াপাড়া বাজার, মিরপুর-১ এর মুক্তিযোদ্ধা মার্কেট, মোহাম্মদপুর টাউন হল ও জিগাতলা কাঁচাবাজার, মিরপুর গোল চত্ত্বর, খামারবাড়ি, কচুখেত বাজারেও পণ্য কেনা যাবে। এছাড়াও ইত্তেফাক মোড়/মতিঝিল বিমান অফিস, দিলকুশা, নিউমার্কেট/সায়েন্স ল্যাব/কলাবাগান, জুরাইন/শনির আঁখড়া, কলমিলতা বাজার, মালিবাগ বাজার, মহাখালী কাঁচাবাজার ও খিলগাঁও তালতলা কাঁচাবাজারে টিসিবির পণ্য পাওয়া যাবে।