Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫
32যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ডেল্টা স্টেট বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। বিশ্ববিদ্যালয়টির ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন ইথান শমিত। গতকাল জব হল ভবনে শমিতের বিভাগীয় দপ্তরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে হামলাকারী। এ ঘটনার পর থেকে ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ৪৫ বছর বয়সী শ্যানন ল্যাম্ব পলাতক রয়েছেন। তিনিই এ হত্যাকা- ঘটিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। ল্যাম্ব পুলিশকে বলেছেন, তিনি জেলে যাচ্ছেন না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে এ সময় ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন ল্যাম্ব। এর আগে গতকাল সকালে এমি প্রেন্টিস নামে এক নারীকেও গুলি করে হত্যা করেন ল্যাম্ব বলে সন্দেহ করছে পুলিশ। হত্যাকা-ের ঘটনায় তদন্ত এবং হত্যাকারীকে খুঁজে বের করতে তল্লাশী পরিচালিত হচ্ছে। এ ঘটনার পর ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় এবং বিশ্ববিদ্যালয় ভবনগুলোতে ব্যাপক তল্লাশী চালানো হয়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।