Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫
43ট্রেনের টিকেট কাটতে আগের দিন রাত থেকেই লাইনে দাঁড়িয়েছে ঘরমুখো মানুষের দল। রাত গভীর হলে তাঁদেরও চোখ ঢুলু ঢুলু। অবশেষে সেই লাইনে বসেই নিজের হাতকে বালিশ বানিয়ে হয়তো একটু চোখ বোজা। সকালের আলো ফুটতেই ফের লাইন করার তোড়জোড়।
দৃশ্যটি কমলাপুর রেলস্টেশনের। আজ বুধবার ভোরে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, টিকেটপ্রত্যাশী হাজারো মানুষের দীর্ঘ লাইন। তাঁদের মধ্যে অনেকে আবার গতকাল রাত থেকেই লাইন করে অপেক্ষা করছেন টিকেটের জন্য। শুধু প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতেই তাঁদের এ দীর্ঘ প্রতীক্ষা আর নির্ঘুম রাত কাটানো।
পাঁচ দিনব্যাপী ট্রেনের আগাম টিকেট বিক্রির দ্বিতীয় দিন আজ বুধবার। এদিন দেওয়া হচ্ছে ২১ সেপ্টেম্বরের টিকেট। আর ১৯ সেপ্টেম্বর দেওয়া হবে ২৪ সেপ্টেম্বরের টিকেট। ঈদ উপলক্ষে নিয়মিত ট্রেনের পাশাপাশি ১৪টি স্পেশাল ট্রেনও চলবে পাঁচটি রুটে। এ ছাড়া বিশেষ সেবা দিতে অতিরিক্ত ১৩৮টি কামরা ও ২৫টি ইঞ্জিন যুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল রেলমন্ত্রী মুজিবুল হক কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন। টিকেট কালোবাজারি করলে ব্যবস্থা নেওয়া হবে এবং রেলের কারো কারণে ট্রেন ছাড়তে বিলম্ব হলে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।