Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কামরুল হাসান, ঠাকুরগাঁও ॥ খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫
68চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয় পুলিশ সদস্যকে আজ শুক্রবার ক্লোজড করে জেলা পুলিশ লাইনে পাঠিয়েছেন জেলার নতুন পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদ।

তারা হলেন— উপ-পরিদর্শক (এসআই) নুরু আলম ও মামুন এবং কনস্টেবল জলিল, মানোরঞ্জন, মোস্তফা ও সোহাগ।

পীরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূর আলমসহ আরও পাঁচ পুলিশ সদস্য বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ-রানীশংকৈল রাস্তার গোগরহাট এলাকায় অবৈধভাবে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করে। এ সময় উৎকোচ আদায়ের ঘটনায় জনতার হাতে ঘেরাও হয় তারা। বিক্ষুদ্ধ জনতা তাদের লাঞ্ছিত করে পীরগঞ্জ ও রানীশংকৈল থানায় খবর দেয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত আলী ও রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত ঘটনাস্থলে পৌঁছে তাদের জনতার রোষানল থেকে উদ্ধার করেন।

পুলিশ সুপার ফারহাত আহামেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এ জন্য সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবুল কালাম আজাদকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ, চাঁদাবাজির সংবাদ বিভিন্ন মিডিয়া প্রকাশ হলে চৌকশ পুলিশ কর্মকর্তা এসপি ফারহাত আহমেদ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। এসপির এ রকম সিদ্ধান্তে ঠাকুরগাঁওবাসীর মধ্যে শান্তি বিরাজ করছে বলে জানা যায়।