Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
76সুন্দরী নারী সহকর্মী দেখে নিজেকে সামলাতে পারেননি ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা এম এ। অনিচ্ছা সত্বেও কায়দা করে সহকর্মীর হাতে চুমু দেন। বিষয়টি নিঃশব্দে মেনে নেননি ওই নারী। অভিযোগ দেন পুলিশে। শেষ পর্যন্ত বিচারক শাস্তি হিসেবে ওই ব্যক্তিকে তিনমাসের কারাদণ্ড দেন। ২৬ বছর বয়সী ওই নারী কাজ করতেন এম এ’র অধীনে। গত এক বছর ধরে একসঙ্গে কাজ করছেন তারা। কিন্তু এমন কিছু হয়নি তাদের মধ্যে। যাকে আপনি ভালবাসা বা অন্যকিছু বলতে পারেন। গত ফেব্র“য়ারিতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে কাজ করার সময় এম এ’র আচরণে বোকা হয়ে যান ওই নারী। ঘটনার বর্ণনা যেভাবে দিলেন ওই নারী। ওই দিন (গত ফেব্র“য়ারিতে) আমার দায়িত্ব ছিল কাস্টমার সার্ভিস কাউন্টারে। তখন ব্রেকের সময় আমাকে ডাকেন এম এ। তিনি চা খাওয়ার প্রস্তাব দেন। আমি তা ফিরিয়ে দিই। সঙ্গে সঙ্গে উনি জানান, আমার অনলাইন এভিয়েশন টেস্ট করাতে হবে। তার কথামতো টেস্ট রুমে যাই। তবে ওই সময় রুম বন্ধ থাকায় তা করাতে পারেননি। ফিরে আসার সময় হঠাৎ আমার কলমটি ফ্লোরে পড়ে যায়। যখন নিচু হয়ে কলমটি তুলতে যাব তখনই তিনি আমার হাতে চুমু দেন এবং বলেন, ‘আমি তোমাকে সাহায্য করব।’ পরে ওই নারী ও তার স্বামী পুলিশে অভিযোগ করেন। শেষ পর্যন্ত বিচারক এই ঘটনার জন্য এম এ নামের ওই ভারতীয়কে তিনমাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।