Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫ : রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন সবজির দাম কিছুটা ঊর্ধ্বমুখী হলেও স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজি। তবে দরদাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ঈদের পরে এখনও পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর মাংসের বাজার। সব ধরনের মাংসের চাহিদা কম থাকায় দরদামও রয়েছে কিছুটা কমতির দিকে।
প্রকৃতির পাশাপাশি শীতের আগমনীর প্রভাব পরতে শুরু করেছে কাঁচাবাজারেও। শীতকালীন সবজি বাজারে আসলেও দরদাম এখনও ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। তবে সরবরাহে কোন ঘাটতি না থকলেও দরদাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
তবে এ নিয়ে বিক্রেতারা বলেন, ‘শীতকালীন সবজির দাম একটু বেশি হলেও অন্যান্য সবজির দর রয়েছে আগের মতই। এমনকি ঈদের আগের তুলনায় সবজির দর কমেছে অনেক।’
এদিকে পুইশাক, পালংশাক থেকে শুরু করে প্রায় সব ধরনের শাকই রয়েছে এই বাজারে। আর দরদাম নিয়েও ক্রেতাদের সন্তুষ্টির কথাই শোনা গেল।
এ নিয়ে ক্রেতারা বলেন, ‘বাজারে শীতকালীন সবজিসহ সব রকম সবজিই পাওয়া যাচ্ছে। কিন্তু শীলকালীন কিছু সবজির দাম বেশি। অন্যান্য সবজিও আগের থেকে বেশি দামে কিনতে হচ্ছে। সিটি কর্পোরেশন থেক যদি বাজার মনিটরিং বা তদারকি করতো ত্হালে হয়ত বিক্রেতারা নিজেদের ইচ্ছে মত দাম নিতে পারতো না।’
এদিকে, ঈদের প্রভাবে এখনও কাটিয়ে উঠতে পারেনি মাংসের বাজার। অধিকাংশ মাংসের দোকান বন্ধ থাকলেও কিছুটা দাম কমেছে আগের তুলনায়। এই বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৩৮০ টাকা খাসি ৪৫০ থেকে ৫০০ আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২৫ থেকে ১৩০ টাকা।