Thu. Oct 16th, 2025
Advertisements

61খোলা বাজার২৪ ॥ রবিবার, ১৫ নভেম্বর ২০১৫: প্রথম দুই আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের উপস্থাপনায় ছিলেন ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান। সঙ্গে ছিলেন বাংলাদেশের নওশীন, নাবিলা ও মুনমুন। শিনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি ছিল। তবে নানা কারণে সেই চুক্তি বাতিল করেছে চ্যানেল।
আর তাই বিপিএলের এবারের আসরে শিনার স্থলাভিষিক্ত হচ্ছেন আরেক ভারতীয়, মিস ইন্ডিয়ার সেমিফাইনালিস্ট পামেলা ভাদুড়ি। সঙ্গে থাকছেন বাংলাদেশের উপস্থাপক-অভিনেত্রী আমব্রিন। ২০ নভেম্বর বিপিএলের জমকালো উদ্বোধনী। আর সেদিনই এক মঞ্চে দেখা যাবে তাঁদের। পামেলা স্টার স্পোর্টসের উপস্থাপক হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। চ্যানেল নাইনের অনুষ্ঠানপ্রধান তানভীর খান বলেন, ‘অনেক যাচাই-বাছাই আর দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার বিপিএলের চলতি আসরের জন্য এ দুই উপস্থাপককে চূড়ান্ত করেছি।’
উপস্থাপনার আগে অভিনয় করতেন পামেলা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘কাহানি’ ও ‘টান’। পামেলার মায়ের বাড়ি বাংলাদেশে।