Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবির নতুন পোস্টার প্রকাশিত হয়েছে। ছবিতে দীপিকা পাড়ুকোণ, রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করলেও নতুন পোস্টারে শুধু বাজিরাও (রণবীর) ও মাস্তানিকে (দীপিকা) দেখা গেছে।
পোস্টারে দেখা যাচ্ছে, দীপিকা ও রণবীর হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন। তাদের পরিধানে সূক্ষ্ম কারুকার্য করা পোশাক। তাদের চারদিকে পানির ফোঁটা ঘিরে আছে। পায়ের কাছে দেখা গেছে পদ্মফুল। পেশোয়ার বাজিরাও ও তার দ্বিতীয় স্ত্রী মাস্তানির সুখকর সময়কার চিত্রই এখানে তুলে ধরা হয়েছে।
দীপিকা ও রণবীর সিং জুটির শেষ ছবি ‘গোলিও কা রাস লীলা রাম-লীলা’ ছবিটির নামকরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের আপত্তির কারণে ছবিটির নাম কয়েকবার পরিবর্তন করা হয়েছিল। ‘বাজিরাও মাস্তানি’ ছবিটিও বির্তকের মুখে পড়েছে। মারাঠি সেনানায়ক প্রথম পেশোয়া বাজিরাও ও তার দ্বিতীয় স্ত্রী মাস্তানির প্রেমকাহিনিকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনেছেন খোদ বাজিরাওয়ের এক বংশধর।
প্রসাদরাও পেশোয়া নামের এই ব্যক্তি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি লেখেন। তার দাবি, সিনেমাতে বাজিরাও, তার প্রথম স্ত্রী কাশিবাঈ এবং মাস্তানির চরিত্রগুলো ফুটিয়ে তোলার বেলায় অনেক ঐতিহাসিক ঘটনাই বদলে দেয়া হয়েছে।
আগামী ১৮ ডিসেম্বর ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি মুক্তি পাবে। একই দিন রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’ ছবিটি মুক্তি পাবে। সেখানে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন।