Thu. Oct 16th, 2025
Advertisements

38খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫ : ভূতাত্ত্বিকদের মতে পাথরস্তম্ভ গুলো প্রাকৃতিকভাবেই উৎপন্ন হয়। এরা একটি পাথরই অনেক বড় আকারের হয়ে থাকে। যার এক একটি দেখতে পাহাড়ের সমান বড়। ৮৬৭ ফুট উচ্চতা বিশিষ্ট ডেভিলস টাওয়ার বা শয়তান এর টাওয়ার ইওমিং এ অবস্থিত। ভূতাত্ত্বিকগণরা বলেন, পৃথিবীর অভ্যন্তর থেকে আধা গলিত একটি শিলার ভিতর ম্যাগমা অনুপ্রবেশ এর মাধ্যমে শিলাটিকে ঠাণ্ডা করে তুলে। এই পাথরটি সাদা চন্দ্রকান্তমণির একটি সুস্পষ্ট স্ফটিক। এটি হালকা ধূসর বা সবুজাভ বর্ণের। এটি হালকা ঠাণ্ডা গঠনেরও।
এই পাহাড়ে যাবার পথও অনেক দীর্ঘ ও সুন্দর। এই ভ্রমন পথ আপনাকে অনেক মনোরম দৃশ্য দেখার সুযোগ করে দিবে। আজ আমরা ভিডিওর মাধ্যমে এই সুদীর্ঘ পথ ও শয়তানের পাহাড় দেখব।