Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30খোলা বাজার২৪ ॥শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫: বিয়ের মিথ্যে প্রতিশ্র“তি দিয়ে যৌনতার অভিযোগ উঠল রাম তেরি গঙ্গা মইলিতে মন্দাকিনীর কোলের শিশুশিল্পী অভিনেতা যশ পণ্ডিতের বিরুদ্ধে। এক টিভি অভিনেত্রীকে বিয়ের করার আশ্বাস দিয়ে, কিঁউকি সাস ভি কভি বহু থি ও স্প্লিটসভিলা ৮ খ্যাত যশ তাঁর সঙ্গে প্রথমে মেক আউট ও পরে উপর্যুপরি সহবাস করেছেন বলে অভিযোগ। থানায় মামলা দায়ের করা হলেও, পুলিশের ওপর প্রভাব খাটিয়ে যশ দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন ওই অভিনেত্রী।
ভারতের জুহু পুলিশ স্টেশনে দায়ের করা মামলায়-এ টেলিভিশনের এই অভিনেত্রী জানিয়েছেন, ১৩ সেপ্টেম্বর একটি টিভি শো-এর সেটে তাঁর সঙ্গে আলাপ হয়েছে টেলিভিশনের পরিচিত মুখ যশ পণ্ডিতের সঙ্গে। এরপর তাঁদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। অভিনেত্রীকে বিয়ে করবেন বলে প্রতিশ্র“তি দেন যশ। তিনি তাঁর গাড়িতে ওই অভিনেত্রীকে একদিন ওরাল সেক্সে বাধ্যও করেন। এরপর ৭ অক্টোবর বাবা-মায়ের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার অছিলায় ওই অভিনেত্রীকে নাকি নিজের অ্যাপার্টমেন্টে আমন্ত্রণ জানান। তবে, সেদিন যশের ফ্ল্যাটে গিয়ে মেয়েটি দেখেন, সেখানে কেউ নেই। তাঁর অভিযোগ, প্রথমে যশ তাঁর সিঁথিতে সিঁদূর পরিয়ে দিয়ে বলেন, ‘আজ থেকে আমরা স্বামী-স্ত্রী।’ এরপরই তাঁর সঙ্গে নাকি দুইবার সহবাস করেন যশ।
পরের দিন থেকেই তিনি নাকি দূরত্ব বাড়াতে থাকে ওই অভিনেত্রীর সঙ্গে। ফোন মেসেজে কোনো রিপ্লাই দেওয়া বন্ধ করে দেন। যশের সঙ্গে কথা বলতে গেলে তিনি ওই অভিনেত্রীকে নাকি বলেন, তিনি বন্ধুত্ব রাখতে পারেন, শারীরিক সম্পর্কও চালিয়ে যেতে পারেন। কিন্তু, বিয়ে-টিয়ের মধ্যে একেবারেই যাবেন না। এরপরই যশের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ওই অভিনেত্রী। তাঁর অভিযোগ, যশ তাঁর কাছে স্বীকার করেছেন, তিনি এর আগেও অনেক মহিলার সঙ্গে এই একই কাজ করেছেন।
মামলা দায়ের হলেও, পুলিশ এখনও কোনো ব্যবস্থা নেয়নি যশের বিরুদ্ধে। পুলিশের যুক্তি, যশ নিখোঁজ। কিন্তু, অভিযোগকারিণীর দাবি, পুলিশের ওপর প্রভাব খাটিয়ে তিনি বহাল তবিয়তেই আছেন। যশ তাঁর অ্যাপার্টমেন্টে যখন থাকেন, সেই খবর অভিনেত্রী চুপিচুপি পুলিশকে জানালেও, কোনো রহস্যজনক ফোন অ্যালার্ট করে দেয় অভিযুক্তকে। তাঁর বাড়িতে পুলিশ যখন গিয়ে পৌঁছান তিনি বেপাত্তা হয়ে যান।
কিউ কি সাস ভি কভি বহু থি, ঘর কি লক্ষ্মী বেটিয়া, স্‍প্লিটসভিলা ৮-সহ বিভিন্ন টেলি অনুষ্ঠানের দৌলতে বেশ পরিচিত মুখ যশ পণ্ডিত। ফিল্মে শিশু শিল্পী হিসেবে তিনি ডেবিউ করেছিলেন রাম তেরি গঙ্গা মইলি ছবিতে। মন্দাকিনীর কোলের বাচ্চাটাই ছিলেন যশ।