খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: জাতীয় সংসদের দশম অধিবেশন বসছে বিকেল ৫টায়। এর আগে বিকেল ৪টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটিরবৈঠকে অধিবেশনের সূচি ও মেয়াদ নির্ধারণ করা হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সরকার এবং বিরোধী নেতার অংশ নেয়ার কথা রয়েছে।
এর অধিবেশনের পর বাজেট অধিবেশন শুরু হবে। তাই এ অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হবে। আগামী ৪ মে পর্যন্ত অধিবেশন চলতে পারে বলে জানা যায়।
সংশ্লিষ্টসূত্র জানান, চলতি অধিবেশনে উত্থাপনের জন্য বৃহস্পতিবার পর্যন্ত চারটি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। বিলগুলো হলো- বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল-২০১৬, বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৬, পাট বিল-২০১৬’ এবং চা বিল- ২০১৬। এর বাইরে গত নবম অধিবেশন পর্যন্ত আসা ২৫টি বিল সংসদীয় স্থায়ী কমিটি ও সংসদে পাসের অপেক্ষায় রয়েছে।
গত ৩০ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদ অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ২৯ ফেব্র“য়ারি সংসদের নবম
অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। যে কারণে এই অধিবেশন আহ্বান করা হবে।