খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬: চার কোটি উপকূলবাসীর নিজস্ব সংস্কৃতি বাঁচিয়ে রাখার মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। সেই সঙ্গে নদী ও সমুদ্রের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তাব জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীর তলদেশ থেকে তীরের উচ্চতা পর্যন্ত ব্লক স্থাপন করে নদীর তীর রক্ষা করতে হবে যাতে জোয়ারের পানি ঢুকতে না পারে। জোয়ারের পানি ঠেকানো গেলে হাজারও মানুষ তাদের জীবন ও সংস্কৃতি রক্ষা করতে পারবে।
নদী ভাঙন ও প্লাবন রোধের মাধ্যমে উপকূল রক্ষাকে উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে বিবেচনার দাবি জানিয়ে বক্তারা বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে এ খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া প্রয়োজন।
এসময় নদী ভাঙনের স্থায়ী সমাধানের ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের উদ্যোগী মনোভাব বাড়ানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালুর আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনের আয়োজন করে উদ্দীপন, উদয়ন বাংলাদেশ, এমএমসি, এসডিএস, কোস্ট ট্রাষ্ট, গ্রমীণ জন উন্নয়ন সংস্থা, ডাক দিয়ে যাই, ডোক্যাপ, দ্বীপ উন্নয়ন সংস্থা, নলসিটি মডেল সোসাইটি, পালস, পিরোজপুর গণ উন্নয়ন সমিতি, প্রাণ, প্রান্তজন, সংকল্প ট্রাস্ট এবং হিউমিনিটি ওয়াচ নামক সংগঠন।