খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গোপালগঞ্জে যাচ্ছেন। সেখানে তিনি শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, মধুমতি নদীর উপর চাঁপাইল ব্রিজ, জেলা শিশু একাডেমি কমপ্লেক্স, টুঙ্গিপাড়ায় প্রধান ডাকঘর এবং কোটালীপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ১শ টি প্রাথমিক ও ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ কার্যক্রমসহ বেশকিছু প্রকল্পের উদ্বোধন করবেন।
এছাড়াও গোপালগঞ্জে শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ১০ কিলো-ওয়াট এফএম রেডিও স্টেশন, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং কাশিয়ানী-গোপালগঞ্জ নতুন রেলপথ নির্মাণসহ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সহকারী সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স-বার্তায় জানানো হয়েছে, শনিবার সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন এবং সকাল ১০টায় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন। এরপর বেলা ১১টায় সেখান সড়কপথে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় পৌঁছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ক্যাম্পাসে এক সুধি সমাবেশে যোগ দেবেন।
জানাগেছে, সেখান থেকে তিনি মধুমতি নদীর উপর চাঁপাইল ব্রিজ পরিদর্শন করে কোটালীপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন।
সেখানে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও প্রশিক্ষণ একাডেমীতে (বাপার্ড) নামাজ ও মধ্যাহ্ন বিরতি শেষে বিকেল পৌনে ৩টায় স্থানীয় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। পরে বিকেল সাড়ে ৩টায় সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
এদিকে, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর নিরাপত্তাসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।