খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬: আঙ্গুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে মোবাইল সিম (সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল) পুনঃনিবন্ধনের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে। ৩১ মে রাত ১২টা পর্যন্ত সিম নিবন্ধন করা যাবে। ডিজিটাল এ পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের চলতি মেয়াদ শনিবার (৩০ এপ্রিল) শেষ হওয়ার কথা ছিল। এর আগেই সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বিকালে রাজধানীর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অফিসে ডাকা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী। ৩০ এপ্রিলের মধ্যে যারা সিম নিবন্ধন করেনি আগামীকাল (১ মে) থেকে সেসব সিম পর্যায়ক্রমে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে বলেও জানান তিনি।
এ পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রায় ১৩ কোটি সিম ব্যবহার করা হয়। এর মধ্যে প্রায় ৯ কোটি মোবাইল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ শেষ হয়েছে। নিবন্ধনের বাকি রয়েছে আরও প্রায় চার কোটি সিম।
নির্ধারিত সময়ে সিম নিবন্ধন কার্যক্রম শেষ না হওয়ার ক্ষেত্রে এই পদ্ধতিতে সিম নিবন্ধনের বিরুদ্ধে আদালতের মামলাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
নির্দিষ্ট সময়ের (৩০ এপ্রিল) আগে সিম পুনঃনিবন্ধন না করলে অনিবন্ধিত সিম বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।