খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: জঙ্গী দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বের অনেক দেশের কাছে রোলমডেল বলে দাবি করেছেন আইজিপি শহীদুল হক। এসময় তিনি বলেন, ব্লগার হত্যায় আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও জেএমবি জড়িত। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠন বা তাদের কোনো তৎপরতা নেই দাবি করে পুলিশের আইজি বলেন, স্থানীয় জঙ্গীদের পুরোপুরো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে পুলিশ। এ কারণে বিশ্বের অনেক দেশের কাছে বাংলাদেশ পুলিশ এখন রোলমডেল।
এসময় লেখক-ব্লগার হত্যা বিষয়ে তিনি বলেন, কলাবাগান জোড়া খুনসহ এ ধরনের কয়েকটি হত্যার সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম ও জেমবি জড়িত। এসময় তিনি বলেন, এ দেশের মানুষ ধার্মিক, তারা ধর্মান্ধ নয়। আমরা বিশ্বাস করি ধর্মের নামে যে হত্যা চলছে, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, নিরাপত্তা নিয়ে যে ষড়যন্ত্র চলছে- তা জনগণকে নিয়ে পুলিশ মোকাবেলা করবে। তিনি বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ রোল মডেল। এ পর্যন্ত ৩৭টি জঙ্গি হামলা হয়েছে, এরমধ্যে ৩৪টি শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ।
একেএম শহীদুল হক বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গিয়ে পুলিশ সদস্যগণ নিজেদের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেন না। জননিরাপত্তা বিধানকালে পুলিশ হতাহতের ঘটনায় সারাদেশে বিভিন্ন পুলিশ ইউনিটে মোট ১৩টি মামলা হয়েছে। এর মধ্যে ১২টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। বর্তমানে একটি মামলা তদন্তধীন রয়েছে।