খোলা বাজার২৪, শনিবার, ১৬ জুলাই ২০১৬: মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে মোটর সাইকেলের সাথে দ্রুত গতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত রাজমিস্ত্রি জয়নাল হোসেন (২৫) অবশেষে মারা গেছেন। গতরাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোরের দিকে মৃত্যু বরণ করেন। এর আগে শুক্রবার বিকেলের ওই দুর্ঘটনায় মোটর সাইকেল চালক স্কুল ছাত্র শাহীনুজ্জামান নিহত হন। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে। নিহত জয়নাল হোসেন সদর উপজেলার পিরোজপুর গ্রামের হকাজ্জেল হোসেনের ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় শুক্রবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে জয়নালকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি না হলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাতে পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সযোগে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। রাজশাহী শহরে পৌঁছানোর আগে ভোরের দিকে তার মৃত্যু হয়। সেখান থেকে লাশ নিয়ে বাড়িতে ফিরে আসেন স্বজনরা।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক সুমন হোসেন ও ট্রাকটিকে সদর থানা হেফাজতে নেয় পুলিশ। তবে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। পরিবার মামলা করবে না বলে পুলিশকে জানিয়েছে। তাই আটক সুমনকে ছেড়ে দেওয়া হবে বলে জানান সদর থানার ওসি।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে কোমরপুর বাজার থেকে মোটর সাইকেলযোগে সদর উপজেলার পিরোজপুর গ্রামের বাড়িতে ফেরার পথে নুরপুর মোড়ে দ্রুত গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক শাহীনুজ্জামান ও আরোহী রাজমিস্ত্রি জয়নাল হোসেন গুরুতর আহত হন। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে শাহীনুজ্জামান এবং রাজশাহী নেওয়ার পথে জয়নাল মারা যান। এ ঘটনায় দুটি পরিবারসহ পিরোজপুর গ্রামজুড়ে এখন শোকের ছায়া বিরাজ করছে।