Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14kখোলা বাজার২৪, বুধবার, ২৭ জুলাই ২০১৬: মেহেরপুরে যাত্রীবাহী বাসে মেহেরপুর সরকারী কলেজের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্চিত করার প্রতিবাদে আধাঘন্টা সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। এসময় বিক্ষুদ্ধরা একটি বাসে ভাংচুর চালায়। পুলিশ লাঠিচার্জ করে তাদের নিয়ন্ত্রণ করলেও উত্তেজনা থামেনি। আজ মঙ্গলবার বেলা এগারটার দিকে সরকারী কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আমঝুপি বাস স্ট্যান থেকে মেহেরপুর সরকারী কলেজের এইস.এস.সি প্রথম বর্ষের এক ছাত্রীর কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার বিষয়ে শারীরিকভাবে লাঞ্চিত করে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে চলাচলকারী লোকাল বাসের এক সুপারভাইজার। ওই ছাত্রী কলেজে পৌঁছে বিষয়টি জানালে ছাত্রছাত্রীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা কলেজের সামনে মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াড়াঙ্গা সড়কে অবরোধ করলে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় একটি বাসে ভাংচুর চালায় বিক্ষুদ্ধ ছাত্ররা। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে লাঠিচার্জ করে নিয়ন্ত্রণের চেষ্টা করে। আধা ঘন্টা অবরোধ থাকার পর ওই সুপারভাইজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত সুপারভাইজারের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ছাত্রীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

এদিকে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার হলেও ছাত্রছাত্রীদের মাঝে বিরাজ করছে তীব্র ক্ষোভ। মেহেরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই-খোদা রুবেল জানান, প্রায়ই লোকাল বাসে হাফ ভাড়া নিয়ে সুপারভাইজার ও হেলপাররা ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে লাঞ্চিত করে। এ ঘটনার সুষ্ট সমাধান না হলে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছেন মেহেরপ্রু পুলিশ সুপার হামিদুল আলম।