খোলা বাজার২৪, বুধবার, ০৩ আগস্ট ২০১৬: সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে।
অজ্ঞাত ওই যুবকের নাম নজরুল ইসলাম ওরফে বাইক হাসান। তিনি জেএমবির সক্রিয় সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার পুরস্কার ঘোষিত আসামি।
রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, পরিবারের সদস্যরা নজরুলের লাশ শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নজরুল জেএমবির সক্রিয় সদস্য ও অধ্যাপক রেজাউল হত্যা মামলার পলাতক আসামি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম হত্যা মামলার দুই পলাতক আসামিকে ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে গত ২৯ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পুরস্কার ঘোষিত দুজনের মধ্যে একজন নজরুল ইসলাম। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনারহার গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রেজাউল করিম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ আদালতে দেওয়া জবানবন্দিতে নজরুলের সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে রাজশাহীর মতিহার থানার আশরাফের মোড় এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত যুবক নিহত হন।