খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬: খুব একটা সাহসী দৃশ্যে দেখা যায়নি তাঁকে। তবে রিয়েল লাইফে বেশ সাহসী হলেন সেটা বলাই যায়। সবার সম্মুখেই লিপলক করলেন, ছবি তুললেন আবার সেই ছবি পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি সোহা আলী খান।
বেশ কিছুদিন ধরেই কুণাল খেমুর সঙ্গে নায়িকার বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল। তাহলে কী অন্য কারও প্রেমে পড়লেন সোহা? নাকি কোনও সিনেমার শুটিংয়ে এই লিপলক? নাহ! তা নয়। বরং বিচ্ছেদের সমস্ত গুঞ্জন উড়িয়ে দিলেন সোহা। আর জনসম্মুখেই লিপলক করলেন কুণালের সঙ্গেই। ছবি তুললেন, পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়।
স্বাভাবিকভাবেই পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছবি ভাইরাল। সম্প্রতি ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন এ দম্পতি। ২০১৬-তেই মুক্তি পেয়েছে সোহার ‘ঘায়েল ওয়ান্স এগেইন’। সেখানে একটি ছোট চরিত্রে দেখা গিয়েছিল মিসেস খেমুকে। তবে এই মুহূর্তে হাতে তেমন কোনও ছবি নেই সোহার।