Sat. Oct 18th, 2025
Advertisements

52খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১৬:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড টাম্প বলেছেন, ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন জঙ্গি গ্রুপ আইএসআইএসের প্রতিষ্ঠাতা। তিনি বলেন, আইএসআইএসের প্রতিষ্ঠাতা হিসেবে হিলারির পুরস্কার পাওয়া উচিত।

ট্রাম্প আরও বলেন, অরল্যান্ডোর দিকে তাকান, তাকান বার্নারদিনোর দিকে, বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দিকেও তাকান। বিশ্বব্যাপী যা ঘটছে সে দিকে দৃষ্টি ফেরান। আইএসআইএসকে আমরা আজকের এ পর্যায়ে নিয়ে এসেছি।
তিনি বলেন, হিলারির কাছে হেরে যাওয়াটা হবে বিব্রতকর। ঠগবাজ হিলারির কাছে হেরে যাওয়া কেবল বিব্রতকরই হবে না, এটি হবে ভয়াবহ।
রিপাবলিকানদের ভেতর অন্তর্দ্বন্দ্ব রয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে সে প্রসঙ্গে ট্রাম্প বলেন, দল ঐক্যবদ্ধ আছে। আমি মনে করি এতো ঐক্যবদ্ধ আগে আমরা ছিলাম না।
ট্রাম্প এর আগে হিলারিকে ঠগ বলে সমালোচনা করেছেন। সম্প্রতি তিনি তাকে শয়তান বলে অভিহিত করেন। ফ্লোরিডায় ট্রাম্প দাবি করেন, তিনি প্রেসিডেন্ট থাকলে ওই সময়ে ৯/১১এর হামলার ঘটনা ঘটতো না।