Thu. Oct 16th, 2025
Advertisements

16খোলা বাজার২৪,শুক্রবার, ৫ আগস্ট ২০১৬:দক্ষিণ এশিয়ায় মোবাইল প্রযুক্তির মাধ্যমে সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ড পেয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বেচাকেনার প্ল্যাটফর্ম অ্যাপবাজার। ৩০ জুলাই ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক আয়োজনে ‘এমবিলিয়ন্থ-২০১৬’ পুরস্কার তুলে দেওয়া হয়। এবারের আয়োজনে এম-বিজনেস অ্যান্ড কমার্স বিভাগে প্রথম হয়েছে অ্যাপবাজার।

অ্যাপবাজারের প্রধান নির্বাহী শফিউল আলম বলেন, সাত মাসের প্রকল্প নিয়ে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় উপস্থাপন করতে পারাটা অসাধারণ অভিজ্ঞতা।
অ্যাপবাজার মূলত প্লেস্টোর বা অ্যাপস্টোরের আদলে তৈরি করা হবে। অ্যাপবাজার লোকাল মুদ্রায় ব্যবহারকারী ও ডেভেলপার—দুটো পক্ষকেই অ্যাপ কেনার এবং প্রকাশ করার সুযোগ দেবে। এতে থাকবে নিজস্ব ওয়ালেট, গিফট সিস্টেম ও বিজ্ঞাপন দেওয়ার সুযোগ। এতে থাকছে বাংলা ও ইংরেজি ইন্টারফেস।
২০১০ সাল থেকে চালু হওয়া এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ডের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রতিশ্র“তিশীল মোবাইল উদ্যোগগুলোকে স্বীকৃতি জানানো হয়। এম-বিজনেস অ্যান্ড কমার্স বিভাগে জয়ী অন্য দুটি প্রতিষ্ঠান ভারতের এফটিক্যাশ ও আল্ট্রক্যাশ।