Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
 
index
 খোলা বাজার২৪, মঙ্গলবার,৩০ আগস্ট ২০১৬: দেশের বাজারে আসুসের তিনটি নতুন মডেলের নোটবুক আনছে প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। মডেল তিনটি হলো আসুস রিপাবলিক অফ গেমার (আর ও জি) সিরিজের জি ৭০১ ভিও, আসুস ভিভোবুক ম্যাক্সএক্স৪৪১/৫৪১ এবং আসুস জেনবুক ফ্লিপইউএক্স৩৬০।
আসুসের এই বিশেষ নোটবুক তিনটি চলতি মাসের শেষ দিকে বাজারে ছাড়া হবে। তবে দাম কেমন হবে তা জানায়নি পরিবেশক কর্তৃপক্ষ।
আসুস রিপাবলিক অফ গেমার সিরিজের জি ৭০১ ভিও-তে ব্যবহার করা হয়েছে ডেস্কটপ গ্রেড গ্রাফিক্স কার্ড, যা উচ্চতর গ্রাফিক্স সমৃদ্ধ গেম খেলা যাবে। এতে রয়েছে ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই-৭ প্রসেসর, ৮ গিগাবাইট ডেস্কটপ-গ্রেড এনভিডিয়া জিফোর্সের জিটিএক্স ৯৮০ ভিডিও কার্ড, ৬৪ গিগাবাইটের ডিডিআর ৪ র্যা ম, ফুল এইচডি ডিসপ্লে, এক টেরাবাইট এসএসডিসহ আরও নানান ফিচার।
আসুস জেনবুক ফ্লিপ আল্ট্রাবুকে ৩৬০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যাবে। এতে রয়েছে কিউ-এইচডি (৩২০০*১৮০০) আইপিএস ডিসপ্লে, ৮ গিগাবাইট র্যা ম এবং এক টেরাবাইট হার্ড ডিস্ক।
আসুস ভিভোবুক ম্যাক্সে রয়েছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর আর এনভিডিয়া জিফোর্স ৯২০ এম এক্স গ্রাফিক্স কার্ড। এছাড়াও ১৬ গিগাবাইট পর্যন্ত র্যা ম আর ২৫৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ। ১৪ এবং ১৫ ইঞ্চি ডিসপ্লে ছাড়াও কোর আই ৩ থেকে শুরু করে বিভিন্ন কনফিগারেশনের সমন্নয় থেকে বেছে নেয়া যাবে পছন্দের ভিভোবুক।