Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

  খোলা বাজার২৪,সোমবার,০৫ সেপ্টেম্বর  ২০১৬ঃ চলতি বছরের কসোভো চলচ্চিত্র উৎসবে সেরা হয়েছেন পরিচালক তৌকীর আহমেদ। তার নতুন ছবি ‘অজ্ঞাতনামা’র জন্য সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার জিতছেন এ অভিনেতা-নির্মাতা।
‘দ্য গডেস অন দ্য থ্রোন’ শিরোনামের উৎসবটি গত ৩১ আগস্ট শুরু হয়ে শেষ হয়েছে রবিবার। সমাপনী দিনে তৌকীরের হাতে পুরস্কার দুটি তুলে দেওয়া হয়। উৎসবের অফিশিয়াল পেজে জানানো হয়, ‘অজ্ঞাতনামা’র বিষয়বস্তু সমকালীন বিশ্বের গুরুত্বপূর্ণ একটি উপদান, যা জীবনঘনিষ্ঠ।

এদিকে, পুরস্কার পাওয়ার তৌকীর সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার ছবির কলাকুশলীদের ধন্যবাদ। সবার কাছে আমি কৃতজ্ঞ।’

ছবিটির গল্প, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের নিয়ে। তাদের নানা হয়রানি উঠে এসেছে এতে। সঙ্গে যুক্ত ছিল অসাধু আদম ব্যবসায়ীদের ভুল সিদ্ধান্তের পরিণাম।

বাংলাদেশে গত ১৯ আগস্ট মুক্তি পায় ‘অজ্ঞাতনামা’। তার আগে ইতালির গালফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে জুরি মেনশন অ্যাওয়ার্ড অর্জন, ও গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবের সিনেমা বাজার মার্শে দ্যু ফিল্মে অংশ নেয় এটি।

এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ এবং শহীদুজ্জান সেলিম। তাদের পাশাপাশি ছিলেন আবুল হায়াত, শাহেদ শরীফ খান, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।