সুনামগঞ্জের ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবি’র সদস্যরা সীমান্ত এলাকায় চোরাকারবারীদের সাথে আত্মরক্ষায় ৬ রাউন্ড গুলিবর্ষণ করেছে। গুলিতে আহত হয়েছেন এক ব্যক্তি। তাহিরপুর উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের মনাইপাড় এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। গুলিবিদ্ধ ব্যাক্তির নাম রবিকুল ইসলাম। সে উপজেলার পূর্ব মুকশেদপুর গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে।
সুত্র জানায়, তাহিরপুর উপজেলার মনাইপাড় এলাকায় দায়িত্বপূর্ণ বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির বিজিবির একটি টহল দল মঙ্গলবার সন্ধ্যায় মাদক চোরাচালানীকে ভারতীয় মদ সহ আটক করে। এ সময় মাদক চোরাচালানী ও গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলা করে দু’ চোরাচালানীকে ছাড়িয়ে নিয়ে যায়। এতে বিজিবির টহল দল আর্ত্বরক্ষার্থে রাইফেল দিয়ে ৬ রাউন্ড গুলিবর্ষণ করে।
অপরদিকে এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মনাইপাড় গ্রামের প্রবীণ মুরুব্বী আবুল ফজল জানান, মানাইপাড় সাক্তারের দোকানে বসে কয়েক জন স্থানীয় যুবক মদ সেবন করছিলো এমন খবর পেয়ে সন্ধ্যায় মাছিমপুর বিওপির বিজিবির টহল দল এসে ৫ থেকে ৬ যুবককে আটক করে।