মঙ্গলবার রাত ২টায় উপজেলার চানগ্রাও গ্রামে এই ঘটনা ঘটে। লন্ডন প্রবাসী মায়ারুন নেছা (৬০) কে শ্বাস রুদ্ব করে হত্যা করা হয়। তার পারিবারিক সূত্রে জানা যায় ঘরে ৭/৮ জনের ডাকাত ঘরে প্রবেশ করে মায়ারুন নেছাকে হাত ওমুখে কস্ট টেইপ মারলে তিনি শ্বাস রূদ্ব হয়ে মারা যান। বড়লেখা থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান তিনি ডাকাতি সংঘটনের কোন আলামত পাননি । তবে তিনি প্রাথমিক ভাবে ধারনা করছেন পারিবারিক কলহের জেরে তাকে শ্বাস রুদ্ব করে হত্য করা হতে পারে।