কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় অজ্ঞাত বাস চাপায় মোতালেব হোসেন (৩৩) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলা রামচন্দ্রপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানান, মঙ্গলবার দিবাগত রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়া সময় পদুয়ার বাজার এলাকায় অজ্ঞাত বাসের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ভোর ৫টায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মোতালবকে কুমিল্লা সদর হাসপাতালে থেকে সকাল ঢাকায় পাঠানো হয়েছে। তবে মারা গিয়েছে কিনা আমি বলতে পারছি না।