চট্টগ্রামের সীতাকুন্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে দুই চালক আহত হয়েছে। আহতরা হলেন (লোকো মাস্টার) মহিন উদ্দিন (৫৯) ও সহকারী চালক মাহিদুল ইসলাম (৩৫)। বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।রেল সূত্র জানায়, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর থেকে ঢাকামুখী (আপলাইন) লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য লাইন দিয়ে সব ট্রেন পার করে দেওয়া হচ্ছে।
এদিকে নগরীর পাহাড়তলী রেল ক্রসিং এলাকায় মহানগর গোধূলী ট্রেনের চারটি বগি উল্টে গেছে। বুধবার বিকেল সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার যাত্রীবাহী মহানগর গোধূলী ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। পাহাড়তলী স্টেশনের কিছু দূরে ক্রসিংয়ে লাইন পরিবর্তনের সময় চারটি বগি উল্টে যায়। তবে প্রাথমিকভাবে কোন হতাহতের খবর জানা যায়নি।