Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kনিখোঁজের দুই দিন পর খুলনায় পাশাপাশি দুটি পুকুর থেকে গরু ব্যবসায়ী খশরুল মোল্লা (৪০) ও তার স্ত্রী লিপি বেগমের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় জেলার তেরখাদা উপজেলার ইখড়ি গ্রামের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তেরখাদা থানার ওসি মেছবাহ উদ্দিন জানান, ঈদের আগের দিন সোমবার রাত ৯টায় তারা দুই জন ওই গ্রামের উত্তর পাড়ার ম্যাগনেট পিলার ব্যবসায়ী আরজ আলী, কামাল, তরিকুলের বাড়িতে যাওয়ার জন্য বের হন। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। সকালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের শরীরে আঘাত ও পেট কাটা রয়েছে।
ওসি জানান, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আরজ আলী, কামাল, তরিকুলকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, খশরুল ও লিপি তিন সন্তানের বাবা-মা ছিলেন। বর্তমানে লিপি গর্ভবতী ছিলেন। খশরুল নিজেও ম্যাগনেট পিলার বা সীমানা পিলার ব্যবসার সাথে জড়িত ছিলেন।