Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ : সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ এই স্লোগানের আওতায় বৃহস্পতিবার সুনামগঞ্জে সাতারু অন্নেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পদিবার দুপুর ১২ টায় সরকারী জুবিলি উচ্চ বিদ্যালয়ের পুকুরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনীর কমা-ার এসএম মাহমুদুর রহমান পিএসসিবিএন, লে. কমা-ার এম নাইমুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিযোগিতায় ৪ গ্রুপে ১৪০ জন সাতারু অংশ নেয়। দেশের ৬৪ জেলার মধ্যে ৬১ টি জেলায় ইতিমধ্যে এই প্রতিযোগিতা শেষ হয়েছে। সুনামগঞ্জ প্রতিযোগিতার ৬২ নম্বর জেলা। প্রতিযোগিতার প্রথম পর্বে যারা বিজয়ী হবে তাদেরকে সার্টিফিকেট, ম্যাডেল ও নগদ অর্থ প্রদান করা হবে। দ্বিতীয় পর্বে, প্রথম পর্বের বিজয়ী ১০০০ জন প্রতিযোগি অংশ নেবে। ঐ পর্বে বিজয়ী ১৬০ জনকে বিদেশী কোচ দিয়ে নিবির প্রশিক্ষণ দেওয়া হবে।