খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক সংখ্যক গুলি বিনিময় হয়েছে। এতে দু’জন পাক সেনা নিহত হয়েছে।
বুধবার দিনগত রাত ২ টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআরের বরাতে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।