খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ : মৌলভীবাজার জেলার বড়লেখায় আবুল হোসেন আলম (৪৫) নামের এক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে এক সন্ত্রাসী। নিহত ইউপি সদস্য উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াডের বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান। বৃহস্পতিবার পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য আবুল হোসেন আলম একটি জানাজার নামাজে যোগ দিতে বাড়ি থেকে বের হয়ে শাহাবাজপুর বাজারের উত্তর পাশে যান। এসময় পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসী কাজল তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জমখ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।