Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
kim_muhith

খোলা বাজার২৪ মঙ্গলবার, ১৮অক্টোবর, ২০১৬: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মনে করেন বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের জটিলতা ও সমস্যা কেটে গেছে।

সোমবার সফররত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

সচিবায়লে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, কয়েকটি ইস্যুতে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের দূরত্ব ছিল। বর্তমানে প্রেসিডেন্টের সহযোগিতায় তা দূর হয়ে যাচ্ছে। পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের যে অনুদান দেওয়ার কথা ছিল সেটা তারা অন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে দেবে বলেও জানান অর্থমন্ত্রী।

আজ সকাল ৯টা ১১ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শুরু হয় বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে অর্থমন্ত্রীর এই বৈঠক। এতে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল এবং অর্থ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী ও জিম ইয়ং কিম।