খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬: বাগেরহাটের মংলায় এক কলেজ ছাত্রীকে ব্ল্যাকমেইল করে স্বর্ণের চেইন ছিনতাই ও অর্থ দাবি করায় ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এদের মধ্যে দু’জনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পলাতক রয়েছে যুবলীগের আরও তিন নেতাকর্মী।
পুলিশ জানায়, উপজেলার মংলার মিঠাখালী ইউনিয়নের বাসিন্দা ও মংলা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী বর্ষা হালদার কলেজ থেকে বাড়ি ফিরছিল। এ সময় ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল করে তার স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী। মঙ্গলবার সকালে ওই কলেজছাত্রী কাছে অর্থ দাবি করে নানাভাবে হেনেস্তা করার চেষ্টা চালায় তারা। খবর পেয়ে যুবলীগ নেতা ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার ঘটনাস্থলে গিয়ে দু’জনকে পুলিশে দেন। পরে ওই কলেজ ছাত্রীর পিতা মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকার বাসিন্দা চিন্ময় হালদার ৫ জনকে অভিযুক্ত করে মংলা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ যুবলীগ ও ছাত্রলীগের দু’কর্মীকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার বাগেরহাট আদালতে পাঠায়।
আটকৃতরা হলেন যুবলীগ কর্মী সোহেল (৩০) ও ছাত্রলীগ কর্মী সজিব (২১)। এ মামলায় অভিযুক্ত অপর তিন আসামী মংলা পৌর ৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিঠু হাওলাদার, ৮নং ওয়ার্ড যুবলীগের দুই কর্মী আজগর ও শামিম হাওলাদার।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, বাদী দ্রুত বিচার আইনে অভিযুক্তদের নামে মামলা করেছে। দুই আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক তিন আসামিকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।