খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :
দিনাজপুরের ফুলবাড়ীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে, বালু উত্তোলনের মেশিনপত্র জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
গত বুধবার বিকেলে উপজেলার শিবনগর ইউনিয়নের ছোট যমুনা নদীর বেলতলী ঘাটে এই অভিযান চালানো হয়। এসময় অবৈধ্য বালু পরিবহন করা একটি ট্রাককে আটক করে, মটরযান অধ্যাদেশ ১৫১ ও ১৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মোকসেদ আলী বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃঃ এহেতেশাম রেজা এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বুধবার বিকেলে অবৈধ ভালু পয়েন্টে অভিযান চালায়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে, বালু উত্তোলন কারীরা পালিয়ে যায়, এসময় বালু বহনকারী একটি ট্রাক আটক করে, মটরযান অধ্যাদেশ এর ১৫১ ও ১৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন, ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা।