Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

54

খোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ :

ফেসবুক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাত্র দুটি শব্দ উচ্চারণের কারণে প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে ২৫০ কোটি মার্কিন ডলার লোকসান গুনতে হচ্ছে। শনিবার ফোর্বস ম্যাগাজিনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিলেন, তাদের প্রতিষ্ঠানের আয় ‘অর্থপূর্ণভাবে’ কম হতে পারে এবং তারা ‘ঝুঁকিপূর্ণ’ বিনিয়োগের জন্য প্রস্তুত। মাত্র এ দুটি শব্দের কারণে ফেসবুকের শেয়ারের ৫ শতাংশ দরপতন ঘটেছে। অথচ এর কয়েকদিন আগেই এর শেয়ারের দর ৫৬ শতাংশ বেড়ে ৭০০ কোটি ডলারে দাঁড়িয়েছিল।
ঠিক কোন খাত থেকে আয় ‘অর্থপূর্ণভাবে’ কম হতে পারে তা জানায়নি। তবে তারা জানিয়েছে, বিজ্ঞাপন আপলোড, ব্যবহারকারীদের বিজ্ঞাপন প্রদর্শণের সংখ্যা আয় হ্রাসের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, তারা বিজ্ঞাপনে নতুনত্ব আনতে কঠোর পরিশ্রম অব্যাহত রাখবে।
বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জেপি মরগ্যানের বিশ্লেষক ডাগ অ্যনমাথ জানিয়েছেন, ব্যবসায় শব্দ বেশ গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘অনেকে হয়তো ভাবতে পারেন ২০১৭ সালে বিজ্ঞাপনী আয়‘অর্থপূর্ণভাবে’কম হতে পারে। তবে আমরা ভাবি, শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সর্বশেষ যা বলেছিলেন তা সঙ্গতিপূর্ণ কি না।’