খোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ :
চিকিৎসক ও প্রকৌশলীর মতো বিভিন্ন পেশাজীবীর পাশাপাশি আধাদক্ষ ও অদক্ষ শ্রমিকদের আরো বেশি পরিমাণে সৌদি আরবে পাঠানোর প্রস্তাব সে দেশের মজলিসে শুরায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপ।
প্রধানমন্ত্রীর সফর-পরবর্তী অগ্রগতি জানতে সাতদিনের সফরের যাওয়ার আগে আজ শনিবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিনিধিদলের প্রধান সংসদ সদস্য বি এইচ হারুন।
সংবাদ সম্মেলনে বি এইচ হারুন বলেন, ‘সৌদি আরবের শ্রমবাজার সম্প্রসারণের ক্ষেত্রে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষকের পাশাপাশি দক্ষ, আধাদক্ষ ও অদক্ষ শ্রমিক ব্যাপক হারে নেওয়ার ব্যাপারে আমরা ওখানে আহ্বান জানাব।’
মজলিসে শুরার প্রধান ও সে দেশের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে নারীদের পাশাপাশি পুরুষ শ্রমিক যাওয়ার পরিবেশ আরো সহজ করার অনুরোধ জানানো হবে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
এ সময় ভিসা সহজীকরণ ও ভিসা-বাণিজ্য বন্ধের জন্য আহ্বান জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) প্রেসিডেন্ট বেনজির আহমেদ।