খোলা বাজার২৪, রবিবার, ৬ নভেম্বর ২০১৬: রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে মুশকিলেই আছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এতে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কম জলঘোলা হয়নি। তবে এবার অ্যাশকে হয়তো শেষ খোঁচাটা দিলেন স্বামী অভিষেক।
‘অ্যায় দিলৃ’ এ অ্যাশের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, ‘আমি ওর জন্য গর্বিত। কিন্তু ছবিটা আমার এখনও দেখা হয়নি। আসলে আমি খুবই ব্যস্ত। সময় পেলে দেখব।’
অভিষেকের এমন কথায় নতুন গুঞ্জন শুরু হয়েছে। নিন্দুকেরা বলছেন, ছবিটা দেখতে চান না বলেই হয়তো ‘ব্যস্ততার’ অজুহাতে এড়িয়ে যাচ্ছেন অভিষেক।
‘অ্যায় দিলৃ’ নিয়ে অ্যাশকে বড় খোঁচাটা দিয়েছিলেন শাশুড়ি জয়া বচ্চন। তিনি ইঙ্গিত করে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘আগে পরিচালকরা ছবিতে তাদের শিল্পসত্ত্বা দেখাতেন। কিন্তু এখন পুরোটাই ব্যবসা। অ্যাফেকশন এখন খোলাখুলিভাবে দেখানো হলে সেটাকেই স্মার্ট মনে করা হয়। লজ্জা বলে তো কিছুই নেই এদের মধ্যেৃ।’
অবশ্য কারও নাম না করে আত্মপক্ষ সমর্থন করে অ্যাশ বলেছিলেন, “ব্রাইড অ্যান্ড প্রেজুডিসের স্ক্রিপ্টে চুমু ছিল। কিন্তু গল্পের জন্য সেটা একান্ত প্রয়োজন ছিল এমন নয়, তাই পরিচালককে সেটা বাদ দিতে বলেছিলাম। আমি ‘শব্দ’ করেছি। সেখানে চুমু না থাকলেও ঘনিষ্ঠ দৃশ্য ছিল।’
আরেক ধাপ এগিয়ে ‘মুশকিলে’ থাকা অ্যাশ বলেন, ‘ধুম-এ অনস্ক্রিন চুমু ছিল আমার। কেরিয়ারে এতগুলো দিন পেরিয়ে এসেছি। এখন তো পরিস্থিতি অনেকটাই আলাদা। তা হলে?’
আর যা-ই হোক ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বিতর্ক এখানেই শেষ হচ্ছে না তার ইঙ্গিত মিলছে। ফলে রণবীর কাপুরের সঙ্গে অ্যাশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বচ্চন পরিবারে অশান্তি কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়।