Sun. Oct 19th, 2025
Advertisements

44খোলা বাজার২৪, রবিবার, ৬ নভেম্বর ২০১৬:
একদিকে যখন পাক শিল্পীদের নিয়ে দেশ তোলপাড় হয়ে গেল, তার মধ্যে বিস্ফোরক রিপোর্ট দিলেন এক পাকিস্তানি লেখক। জন্মসূত্রে পাকিস্তানি কানাডার লেখক তারেক ফাতাহ জানালেন, পাকিস্তানের কোনো শিল্পীই আইএসআইয়ের সম্মতি বা ছাড়পত্র না নিয়ে ভারতে আসতে পারে না।

উরির ঘটনার পরিপ্রেক্ষিতে এদেশে পাকিস্তানি কলাকুশলীদের আসা নিষিদ্ধ করার দাবি উঠেছে। তারেক বলেছেন, আইএসআইয়ের সবুজ সংকেত ছাড়া কেউই এ দেশে আসেন না।
সেইসঙ্গে ভারতের পাকিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার পক্ষেও সওয়াল করেন তিনি।
তিনি বলেন, পাকিস্তান তার অঙ্গচ্ছেদ করেছে, তার সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজনই নেই ভারতের।
ইন্ডিয়া আইডিয়াজ কনক্লেভ, ২০১৬-র অনুষ্ঠানে একথা বলেন তিনি।
ফাতাহ বলেন, যেদিন আপনাদের বুক চিতিয়ে এটা বলার সাহস হবে যে, তোমাদের সঙ্গে আমরা কথা বলতে চাই না, বাণিজ্যিক লেনদেন চাই না, তোমাদের সিমেন্ট কিছুই চাই না, সেদিনই উচিত শিক্ষা পাবে পাকিস্তান। ফাতাহ-র কথায় আসে সিন্ধুর পানি বণ্টন প্রসঙ্গও।
তিনি বলেন, সম্পর্ক না থাকলে সিন্ধুর পানি দেয়ার প্রশ্নও ওঠে না। ওরা যাক না আন্তর্জাতিক আদালতে।
এক পদ, এক পেনসন ইস্যুতে রাহুল গান্ধীর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কাঠগড়ায় তোলারও তীব্র সমালোচনাও করেন তিনি।