খোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬: সম্পর্কে বেশি রাখঢাক ভাল নয় এমন কথা শুনেছেন নিশ্চয়ই! মহিলাদের ক্ষেত্রে অবশ্য এ সব নিয়ম–কানুন খাটে না। বিয়ের আগে মনের ঝাঁপি উপুড় করে দিতে জোরাজুরি করলেও, বিয়ের পর সাধারণত নিজেরাই অনেক কথাই নিরবে চেপে যান।
১. বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক সমস্যার কথা স্বামীর কাছে বেমালুম চেপে যান মহিলারা। যদিও কাছের মানমুষটির উৎকণ্ঠা কমাতেই এমন আচরণ করেন তারা। কিন্তু পরে সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়।
২. অনেক সময়েই দেখা যায় বিয়ের পর নিজের ইচ্ছা জলাঞ্জলি দেন মহিলারা। কোনও বিষয়ে স্বামীর সঙ্গে একমত না হলেও, তা কাড়েন না। অন্যের কথামতো ওঠেন বসেন বহুক্ষেত্রেই।
৩. সম্পর্ক আগের মতো নেই। স্বামীর আচরণে দুঃখ পাচ্ছেন। কিন্তু অনেক সময় মুখ ফুটে কিছু বলেন না মহিলারা।
৪. অফিসে বড়সড় সাফল্য পেলেও জাহির করেন না। স্বামী হীনম্মন্যতার কথা ভেবে দুশ্চিন্তায় ভোগেন।
৫. সংসার খরচ থেকে বাঁচিয়ে টাকা জমানোর অভ্যাস রয়েছে মহিলাদের। অন্য কাউকে এ ব্যাপারে জানান না। দরকারের সময় অবশ্য নিজে থেকেই সেই টাকা বের করে দেন।