Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,শনিবার, ৭ জানুয়ারি ২০১৭: 9নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে আবার বিশ্রাম দেওয়া হচ্ছে মোস্তাফিজকে। মোস্তাফিজের পরিবর্তে দলে ফিরছেন প্রথম দুই টি-টোয়েন্ট ম্যাচে জায়গা না পাওয়া তাসকিন আহমেদ।

প্রথম ওয়ানডে খেলার পর দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছিল। এরপর একটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন মোস্তাফিজ।
সর্বনাশা ইনজুরি দীর্ঘ একটা সময় মাঠের বাইরে রেখেছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। অস্ত্রোপচার করার পর নিউজিল্যান্ড সফর দিয়ে অবশেষে মোস্তাফিজ মাঠে ফিরেছেন।
এদিকে প্রথম দুই টি-টোয়েন্টি না খেললেও প্রথম বারের মত টেস্ট দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। তাই টেস্ট ম্যাচ শুরুর আগে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে তাকে ঝালিয়ে নিতে চাইছে ম্যানেজমেন্ট। তাই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ মোস্তাফিজের পরিবর্তে মাঠে দেখা যাবে তাসকিনকে।ৗ