খােলা বাজার২৪।। রবিবার, ২৭ আগস্ট, ২০১৭: রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ১০ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
রবিবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল।
কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেননি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ূন কবির। পরে ঢাকার মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নতুন তারিখ ধার্য করেন।
২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারি এবং ও কিচেন রেস্তোরাঁয় জঙ্গি হামলা হয়। জঙ্গিরা ১৮ বিদেশিসহ ২২ জনকে নৃশংসভাবে হত্যা করে। এর মধ্যে পুলিশের দুই কর্মকর্তাও ছিলেন।