Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭: ভারতের দক্ষিণী সুপারস্টার শিবাজী রাও গায়কবাড় ওরফে রজনীকান্ত। ১৯৫০ সালের ১২ ডিসেম্বর ভারতে জন্ম গ্রহন করেন তিনি। গতকাল ১২ ডিসেম্বর এই মহাতারকা ৬৭ বছরে পা রেখেছেন।

তিনি এমনি একজন অভিনেতা যাকে শাহরুখ-সালমানের মত অনেক সুপার স্টাররাও অনুসরণ করতে চান। শাহরুখ অভিনীত চেন্নাই এক্সপ্রেস ছবির লুঙ্গি ড্যান্স গানটি রজনীকান্তকেই উৎসর্গ করে গাওয়া।

এই কিংবদন্তী অভিনেতা সিনেমা জীবনে অনেক পুরস্কার জিতেছেন-যেগুলোর অধিকাংশই তামিল। কিন্তু এই কিংবদন্তীর জীবনটা এতটা মসৃণ ছিল না। ভারতের বেঙ্গালুরুতে বেড়ে উঠা এই তারকা অসচ্ছল জীবনের সাথে লড়াই করে কাটিয়েছেন তার শৈশব কাল। বেঙ্গুলুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন বাসের সহকারী হিসেবে কাজ করা অবস্থায় নাটকে অভিনয় করতেন তিনি।

এরপর ১৯৭৩ সালে মাদ্রাজে ‘মাদ্রাজ ফিল্ম ইনিস্টিটিউট’ থেকে অভিনয়ের ওপর ডিপ্লোমা করেন রজনীকান্ত। তারপর তামিল চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে একসময় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হন তিনি। অভিনয়ে ভারতীয় সংস্কৃতিতে তিনি ‘দেবতা’ হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন।

১৯৭৫ সালে ‘অপূর্ব রাগনগল’ তামিল ছবির মাধ্যমে অভিনয় শুরু করেন রজনীকান্ত। সিনেমাটি সমালোচকদের প্রচুর প্রশংসা অর্জন করে এবং ২৩ তম জাতীয় চলচ্চিত্র উৎসবে ‘সেরা তামিল চলচ্চিত্র’ এর পুরস্কারদহ মোট তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। হিন্দু পত্রিকায় এই সিনেমা সম্পর্কে বলা হয় যে, ‘নতুন অভিনেতা রজনীকান্ত মহীয়ান এবং চিত্তাকর্ষক’।

তামিলের পর বলিউডেও পা রাখেন এই অভিনেতা। ১৯৮৩ সালে ‘আন্ধা কানুন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন তিনি। এই ছবিতে অমিতাভ বচ্চন ও হেমা মালিনীর সাথে অভিনয় করেন রজনীকান্ত। এই সিনেমাটি তৎকালীন সময়ে সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে স্থান করে নেয়।

এরপর অনেক ছবিতে অভিনয় করলেও ‘ভৈরব’ সিনেমায় অভিনয়ের পর তিনি ‘সুপার স্টার’ নামে খ্যাত হন। এবং ‘প্রিয়া’ ছবির মধ্য দিয়ে গোয়েন্দা উপন্যাস এবং ভারতের বাইরে, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় শুটিং করার সুযোগ পান।

১৯৮৪ সালে ‘নাল্লাভানুকু নাল্লাভান’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো ‘ফিল্মফেয়ার সেরা তামিল অভিনেতার পুরস্কার’ অর্জন করেন। এরপর তিনি ‘শিবাজী'(২০০৭) এবং ‘এন্থিরান ‘(২০১০) সিনেমার জন্যে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন। ২০১৪ সাল পর্যন্ত, রজনীকান্ত তার বিভিন্ন সিনেমার জন্য ছয়টি ‘তামিল স্টেট চলচ্চিত্র পুরস্কার’ অর্জন করেন। এই অভিনেতা ‘সিনেমা এক্সপ্রেস’ এবং ‘ফিল্মফ্যান এসোশিয়েশন’ থেকে চলচ্চিত্রে পর্দার সামনে অভিনত ও কাহিনীকার এবং প্রযোজনা কাজের জন্যে অসংখ্য পুরস্কার অর্জন করেন।

রজনীকান্ত ‘কালাইমামানি’ পুরস্কার জিতেন ১৯৮৪ সালে এবং এম.জি.আর পুরস্কার জিতেন ১৯৮৯ সালে, উভয় পুরস্কার প্রদান করে তামিলনাডু সরকার। তারপর ২০০০ সালে ভারত সরকার কর্তৃক তাকে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মভূষণ’ উপাধী প্রদান করেন।

একই বছর মহারাষ্ট্র সরকার তাকে রাজ কাপুর পুরস্কার প্রদান করে। ‘এশিয়াউইক’ কর্তৃক রজনীকান্তকে দক্ষিণ এশিয়া সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বলে ঘোষনা করে। ‘ফোর্বস ইন্ডিয়া’ তাকে ২০১০ সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে প্রতিবেদনে উল্লেখ করে। ২০১১ সালে, NDTV তাকে ‘দশকের সেরা বিনোদনদাতা পুরস্কার’ ও ‘২৫ জন সেরা জীবিত লিজেন্ড’ এর মধ্যে একজন হিসেবে সম্মান প্রদান করেন।

এই অভিনয় দেবতা ১৯৮১ সালে লতা রঙ্গাচারির সঙ্গে বিয়ে করেন। তাদের দুই মেয়ে রয়েছে। রজনীকান্তের মা একজন গৃহবধূ এবং বাবা একজন পুলিশ কর্মী ছিলেন। রজনীরা চার ভাই-বোন।

বর্তমানে ‘কালা’ ছবিতে অভিনয় করছেন এই অভিনেতা। ২০১৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এই ছবিটি ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে রজনীকান্ত অভিনীত ‘রোবট’ ছবিটির দ্বিতীয় পর্ব ‘রোবট ২.০’। যেখানে রজনীকান্তের বিপরীতে অভিনয় করছেন অ্যামি জ্যাকসন। খলচরিত্রে রয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। সূত্র: উইকিপিডিয়া