খােলা বাজার২৪।শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮: গত শুক্রবার রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে এভারটনের বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। আনফিল্ডে এভারটনকে ২-১ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লুপের দল।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় লিভারপুল। এভারটনের বিরুদ্ধে লিভারপুল এগিয়ে যায় ৩৫তম মিনিটে। পেনাল্টি থেকে গোল করেন মিলনার। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় অলরেডসরা।
দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে এভারটন। ম্যাচের ৬৭ মিনিটে সফরকারী দলকে সমতায় ফেরান সিগুর্ডসন। তার গোলে ১-১ ব্যবধানে ম্যাচ জমে উঠে। কিন্তু ৮৪ মিনিটে ভিলজিল ভন ডিজক গোল করলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এদিকে ম্যাচের এক পর্যায়ে লিভারপুলের রবার্তো ফিরমিনহো ও এভারটনের ম্যাসন হোরগেট বর্ণ বিদ্বেষের রেস ধরে বিবাদে জড়িয়ে পড়েন। তাদের এ ঘটনা নিয়ে তদন্ত করছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। গোলডটকম