Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার,৮ জানুয়ারি, ২০১৮:  যুদ্ধবিধ্বস্ত ইরাকের উদ্বাস্তু নাগরিকদের জোর করে শরণার্থী শিবির থেকে অনিরাপদ এলাকায় স্থানান্তর করছে দেশটির নিরাপত্তা বাহিনী। এসব ঘটনা প্রধানত ঘটছে সুন্নি আনবার প্রদেশে যা একসময় ইসলামি জঙ্গিগোষ্ঠী-আইএস’র নিয়ন্ত্রণে ছিল। শরণার্থী ও স্বেচ্ছাসেবকরা আশংকা করছে, ওই অঞ্চলে জঙ্গিগোষ্ঠীটির ফেলে যাওয়া মাইন ও বিভিন্ন ধরনের পাতা ফাঁদে শরণার্থীদের চরম ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস’র সাথে যুদ্ধের সময় প্রায় ২ মিলিয়ন ইরাকিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে এখন বিশাল এ জনগোষ্ঠীকে নিজ নিজ এলাকায় ফেরত পাঠানো হচ্ছে।

তবে, এই বিষয়ে প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদির ভূমিকা নিয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে। সমালোচকরা বলছে, আবাদি ভোটে জিততে ওই গৃহহীন মানুষদের ব্যবহার করছেন। তিনি নিরাপদে জনগণকে তাদের নিজ নিজ এলাকায় পৌঁছানোর ব্যবস্থা না করার চেয়ে নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া নিশ্চিত করতেই দ্রুত তাদেরকে শরণার্থী শিবির থেকে ফেরত পাঠাচ্ছেন। কেননা, এই শরণার্থীরা নিজ এলাকায় না পৌঁছালে নির্বাচনের তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রসুল জানান, ‘বেসামরিক জনগণকে জোর করে অনিরাপদ জায়গায় ফেরত পাঠানোর অভিযোগ সম্পূর্ণ অতিরঞ্জিত। আমাদের প্রধান চিন্তাই হল নাগরিকদের নিরাপত্তা বিধান করা।