Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮: ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে সহজ কথায় উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল কোহলি ভারত। টেস্ট সিরিজ হারলোও ওয়ানডেতে নিজেদের অাধিপত্য ধরে রেখে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজ ৫-১ জিতে নিলো কোহলিবাহিনী। আর ছয় ম্যাচে তৃতীয় সেঞ্চুরি করে সিরিজ সেরা পুরস্কার নিয়ে নেয় অপ্রতিদ্বন্দ্বীভাবে। অধিনায়কের ব্যাটিং আর তরুণ শার্দুল ঠাকুরের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের কম রানে গুটিয়ে দেওয়া ভারত জিতল সহজেই।

সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ১১৮ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার একটু উন্নতি করেছে স্বাগতিকরা। অলআউট হওয়ার আগে করেছে ২০৪ রান। যা ১০৭ বল বাকি থাকতে পেরিয়ে গেছে ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ঠাকুরের ছোবলে ৪৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা।

এরপরই নিজেদের সেরা জুটিটা পায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে খায়া ঝন্ডোর সঙ্গে এবি ডি ভিলিয়ার্সের ৬২ রানের জুটিতে তিন অঙ্কে যায় দলটির সংগ্রহ। উইকেটে জমে যাওয়া ডি ভিলিয়ার্সকে বোল্ড করে স্বাগতিকদের বড় একটা ধাক্কা দেন যুজবেন্দ্র চেহেল।
৯৯ রানে দক্ষিণ আফ্রিকা শেষ ৮ উইকেট হারায়। যার শুরু ডি ভিলিয়ার্সের উইকেট দিয়ে। মন্থর ব্যাটিংয়ে ২২ রান করে ফিরেন হাইনরিখ ক্লাসেন। পঞ্চাশ ছুঁয়ে বিদায় নেন ঝন্ডো। তিনি লেগ স্পিনার চেহেলের দ্বিতীয় শিকার।

শেষের দিকে মর্কেলের ২০ আর আন্দিলে ফেলুকওয়ায়োর ৩৪ রানে দুইশ ছাড়ায় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।

৫২ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ঠাকুর। জাসপ্রিত বুমরাহ ও চেহেল নেন দুটি করে উইকেট।

ছোট পুঁজি নিয়ে লড়াইও করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় দুই ওপেনার তেমন কিছু করতে পারেননি। ১৫ রান করে ফিরে যান রোহিত শর্মা। ১৮ রান করে শিখর ধাওয়ান। দুই জনকেই বিদায় করেন লুঙ্গি নগিডি।

দ্বিতীয় উইকেটে ধাওয়ানের সঙ্গে ম্যাচ সেরা কোহলি গড়েন ৬১ রানের জুটি। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে অজিঙ্কা রাহানের সঙ্গে ১২৬ রানের জুটিতে অধিনায়ক দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

৩৬ বলে পঞ্চাশ ছোঁয়া কোহলি ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরিতে যান ৮২ বলে।

অধিনায়ক ৯৬ বলে ১৯টি চার ও দুটি ছক্কায় অপরাজিত থাকেন ১২৯ রানে। সিরিজের প্রথম ম্যাচে করেছিলেন ১১২ রান, তৃতীয় ম্যাচে অপরাজিত ১৬০। ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেওয়া টপ অর্ডার ব্যাটসম্যান জিতলেন সিরিজ সেরার পুরস্কার।
এই রান করার পথে ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় ডি ভিলিয়ার্সকে (৯৫৭৭) ছাড়িয়ে গেছেন কোহলি (৯৫৮৪)।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৪৬.৫ ওভারে ২০৪ (মারক্রাম ২৪, আমলা ১০, ডি ভিলিয়ার্স ৩০, ঝন্ডো ৫৪, ক্লাসেন ২২, বেহারডিন ১, মরিস ৪, ফেলুকওয়ায়ো ৩৪, মর্কেল ২০, তাহির ২, নগিডি ০*; ঠাকুর ৪/৫২, বুমরাহ ২/২৪, পান্ডিয়া ১/৩৯, কুলদীপ ১/৫১, চেহেল ২/৩৮)

ভারত: ৩২.১ ওভারে ২০৬/২ (ধাওয়ান ১৮, রোহিত ১৫, কোহলি ১২৯*, রাহানে ৩৪*; মর্কেল ০/৪২, নগিডি ২/৫৪, মরিস ০/৩৬, ফেলুকওয়ায়ো ০/২৭, তাহির ০/৪২)

ফল: ভারত ৮ উইকেটে জয়ী

সিরিজ: ৬ ম্যাচের সিরিজ ৫-১ ব্যবধানে জিতল ভারত

ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি

ম্যান অব দ্য সিরিজ: বিরাট কোহলি