Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮:  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন গান গাইলেন আসিফ।‘বাংলাদেশের ছেলে’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশিত হবে।

মুক্তিযোদ্ধা ও ভাষা শহীদদের উৎসর্গ করে নতুন একটি দেশের গানে কণ্ঠ দিলেন আসিফ আকবর। ‘বাংলাদেশের ছেলে’শিরোনামের গানটির জন্য আসিফ কোনো পারিশ্রমিকও নেননি বলে জানিয়েছে গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিকস্টেশন (ডিএমএস) ।

তরুণ মুন্সীর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু। ২০ ফেব্রুয়ারি ডিএমএস এর ইউটিউবচ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

গানটি প্রসঙ্গে আসিফ বলেন, “এর আগেও আমি দেশের গান করেছি, তবে এবারের দেশের গানটি নিয়ে আমি খুব উত্তেজিত।কেননা, এবারের গানটি উৎসর্গ করছি দেশের সকল মুক্তিযোদ্ধা এবং ভাষা শহীদদের।

মুক্তিযোদ্ধাদের কারণেই আমরা একটা স্বাধীন সার্বোভৌম রাষ্ট্র পেয়েছি আর ভাষা শহীদদের জন্য পেয়েছি মাতৃভাষা। যেভাষায় কথা বলি, গান গাই। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।”

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শোনা যাবে তাদের ওয়েবসাইট, জিপি মিউজিক, ইয়ন্ডারমিউজিক এবং বাংলালিংক ভাইবে। বিডিনিউজ