
খোলাবাজার২৪ রবিবার ২২ জুলাই, ২০১৮ : বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এ ২৩ জুলাই, ২০১৮ সোমবার 'জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে ব্যাংকের বোর্ড রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিডিবিএল এর ম্যানেজিং ডিরেক্টর মনজুর আহমদ সভায় সভাপতিত্ব করেন ।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মতিন ও মো: মিজানুর রহমান, জেনারেল ম্যানেজারগন ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভায় গ্রাহক সেবা সহ ব্যাংকের সার্বিক সেবার মান উন্নয়ন, ইনোভেটিভ সেবা চালু এবং দ্রুত বাস্তবায়ন এর বিষয়ে আলোচনা করা হয়।