Sun. Oct 19th, 2025
Advertisements

আটককৃতদের মুক্তির দাবিতে শাহবাগ থানায় অবস্থান নিয়েছে ঢাবি শিক্ষার্থীরা

খোলাবাজার২৪.মঙ্গলবার  ০৭ আগস্ট , ২০১৮ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ৬ শিক্ষার্থীকে নির্যাতনের পর থানায় সোপর্দ করা ৩ শিক্ষার্থী এবং সোমবার শাহবাগে বিক্ষোভের সময় পুলিশের হাতে আটক আরো ২ শিক্ষার্থীর মুক্তির দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বের হয়ে ঢাবি প্রক্টর অফিস ঘেরাও করেন শিক্ষার্থীরা। এরপরই তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ তুলে সোমবার দিবাগত রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে ৬ শিক্ষার্থীকে রাতভর মারধর করা হয়। পরে ভোরে প্রক্টরিয়াল বডির মাধ্যমে ৩ শিক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিক্ষার্থীদের থানায় সোপর্দের তথ্য নিশ্চিত করেছেন।